ভুয়া কোম্পানি খুলে প্রতারণা

ভুয়া কোম্পানি খুলে প্রতারণা
চুয়াডাঙ্গা প্রতিনিধি : ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে থাকা আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় তাকে গ্রেফতার করে দর্শনা ইমিগ্রেশন পুলিশ।তার নামে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা রয়েছে।গ্রেফতার আমিনুল ইসলাম রাজশাহীর বোয়ালিয়া থানার রানিনগর গ্রামের আবদুর রশিদের ছেলে।পুলিশ জানায়, ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে যান আমিনুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রতারণা মামলার একমাত্র আসামি আমিনুল ইসলাম শনিবার চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।  দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) আব্দুল আলীম জানান, পাসপোর্টধারী ওই যাত্রী দেশে প্রবেশ করেছেন। এরপর তার পাসপোর্ট বই (বিএক্স-০২৪৩৯৫৪) যাচাই করতে গিয়ে মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

ফরিদপুরে ৮ জনের মনোনয়নপত্র বাতিল