ট্রলারডুবি: স্রোতে উদ্ধার অভিযান ব্যাহত 

ট্রলারডুবি: স্রোতে উদ্ধার অভিযান ব্যাহত 
সাভার প্রতিনিধি : রাজধানীর গাবতলীর তুরাগ নদে ট্রলার ডুবে শিশুসহ সাতজন নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাকি চারজন এখনো নিখোঁজ রয়েছে।তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  শনিবার (০৯ অক্টোবর) দুপুর ২টার দিকে দেখা গেছে তুরাগ নদের দীপ নগর এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা।এর আগে ভোর ৫টার দিকে তুরাগ নদের দীপ নগর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।  নৌকায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেই নৌকায় মোট ১৮ জন ছিলো। সকালে আমিনবাজার থেকে গাবতলী কয়লার গুদামে কাজ করার জন্য শ্রমিকদের দের নিয়ে রওনা দেয় একটি ট্রলার। পথে বালু ভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। এসময় ণস্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় দুই নারী ও পাঁচ শিশু।  ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম  বলেন, আমরা সকাল ৮টার দিকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। ইতোমধ্যে এক নারীসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। ট্রলারটির অবস্থান শনাক্ত করা গেছে। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাকিদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি