আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুক্রবারের এই ঘটনায় বহু মানুষ মারা গেছেন বলে জানিয়েছে তালেবান।তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ‘আজ বিকেলে আমাদের শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটেছে, এর ফলে বেশ কয়েকজন শহীদ ও আহত হয়েছেন। বিশেষ বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। ’ একজন স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।এমএসএফ হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করে আল-জাজিরাকে বলেন, ৯০ জনের বেশি আহত রোগী হাসপাতালে এসেছে। এছাড়া অন্তত ১৫ জনের মরদেহ পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।