গাজীপুরে দূর্গা পূজা উপলক্ষে মেয়র জাহাঙ্গীরের চেক বিতরণ

গাজীপুরে দূর্গা পূজা উপলক্ষে মেয়র জাহাঙ্গীরের চেক বিতরণ

শফিকুল ইসলাম শামীম, গাজীপুর প্রতিনিধি : ১২৬টি দূর্গা পূজা মন্ডপে ৩০ হাজার টাকা করে চেক বিতরণ করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবনে গাজীপুর মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আসন্ন দূর্গা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই চেক বিতরণ করা হয়। এ সময় সড়ক স্থাপনা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রথম পর্যায়ে এক লক্ষ লোককে ক্ষতি পূরণ দেওয়ার ঘোষনা দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, আলহাজ্ব এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, যারা কাজ করে না তারা সমালোচনা করে আর যারা কাজ করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। অপপ্রচারকারী আমার ছাত্র জীবন থেকে শুরু করে গত সিটি কর্পোরেশন নির্বাচন পর্যন্ত ছিল, এখনও আছে। মানুষের ভুলত্রুটি, অনিয়ম থাকবে সেগুলো নিয়ন্ত্রনে আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাজীপুর মহানগর বাসির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আলহাজ্ব এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন জাতি সংঘের অধিবেশনে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি অপপ্রচার করতে নিউইয়র্কে মিছিল মিটিং করেছে। যেখানে সারা বিশ্বের ৫ জন সুশাসন নেতৃত্বের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী স্থান পেয়েছেন। সত্যের জয় অনিবার্য উল্লেখ করে মেয়র বলেন, যারা ভুল করেছে তারা সংশোধন হবে। গুজবে কোন লাভ হবে না। রাস্তা অবরোধ জ্বালাও পোড়াও আওয়ামীলীগের কাজ নয়। আমাদের অভিভাবক, প্রধানমন্ত্রীর যেকোন সিদ্ধান্ত আমি মেনে নেব। উন্নয়নের ধারা অব্যহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, অপপ্রচার করে দেশ ও দশের ক্ষতি করা যায়। উন্নয়ন করা যায় না। দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সে জন্য প্রধানমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য ২১ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ, ময়েজউদ্দীন ও আহসান উল্লাহ মাস্টারের এলাকা। জ্বালাও পোড়াও আওয়ামীলীগের কাজ নয়। বিশ্বে কোথাও নজির নাই ৩১ হাজার বাড়ি ঘর জনগন নিজে সরিয়ে দিয়ে যানযট মুক্ত শহর গড়তে সহযোগিতা করেছে। শেখ হাসিনার স্বপ্নের আধুনিক গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং অব্যাহত থাকবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ