বাংলাদেশকে জমি লিজ দিতে চায় আফ্রিকার দেশগুলো

বাংলাদেশকে জমি লিজ দিতে চায় আফ্রিকার দেশগুলো
নিজস্ব প্রতিবেদক  : কৃষিপণ্য উৎপাদনের জন্য দক্ষিণ সুদানসহ আফ্রিকার দেশগুলো বাংলাদেশকে জমি লিজ দিতে চায়। বিষয়টি দ্রুত দেখতে তিন মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র, বাণিজ্য এবং কৃষিমন্ত্রীকে এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, কৃষি কাজের জন্য দক্ষিণ সুদানসহ আফ্রিকার বেশ কয়েকটা দেশ আমাদের জমি লিজ দিতে চায়। এ বিষয়ে আলোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, খুব দ্রুত বিষয়টি দেখার জন্য।মন্ত্রিপরিষদ সচিব জানান, আমাদের দুই থেকে তিনটা ফার্ম আফ্রিকার কিছু দেশে কৃষি ফার্ম করে অনেক কিছু উৎপাদন করছে।  তিনি বলেন, এসব দেশে লোকজন কম। কিন্তু তাদের জমি অনেক, দক্ষিণ সুদান যেমন একটা। এছাড়া লাইবেরিয়াতেও আছে। একই সঙ্গে আমাদের কৃষিপণ্য যাতে দেশের বাইরে যেতে পারে সেটাও আরেকটু দেখতে বলা হয়েছে। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোতে সবজি রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে।  প্রসঙ্গক্রমে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আমাদের দেশ থেকেও যেন বাইরের দেশে কৃষিপণ্য নিতে পারি সেজন্য রাজধানীর পূর্বাচলে অলরেডি দুই একর জমি কৃষি মন্ত্রণালয়েকে দেওয়া হয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল আইএসও স্ট্যান্ডার্ডের একটা ল্যাবরেটরি করা হবে। কৃষিপণ্য সেখানেই প্যাকেট করে সার্টিফিকেট দেওয়া হবে।তিনি বলেন, ‘আমাদের অনেক জিনিস বিদেশে যেতে পারে না। ওরা বলে তোমাদের স্ট্যান্ডার্ড ঠিক নেই। সেই কারণে এই ল্যাবরেটরির অনুমোদন দেওয়া হয়েছে, কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। ওই জমি নিয়ে একটা মামলা ছিল, সেটা মোটামুটি শেষের পথে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ইকোনোমির একটা বড় ব্রেক থ্রো হবে। যেটা আমরা বার বার বলছি যে গার্মেন্টেসের পাশাপাশি আমাদের কিছু ডাইভারসিটিফিকেশন দরকার। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন