বিনোদন ডেস্ক : পাকিস্তানের কমেডি জগতের শীর্ষ তারকা উমর শরিফ (৬৬) মারা গেছেন। জার্মানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।তার মৃত্যুতে শোকাহত ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা।জিও টিভির ‘দ্য শরিফ শো’ দিয়ে দারুণ খ্যাতি পেয়েছিলেন উমর শরিফ। শারীরিকভাবে অসুস্থ ছিলেন অনেকদিন। শেষদিকে বেশির ভাগ সময় হুইল চেয়ারেই কাটিয়েছেন তিনি। শোক প্রকাশ করে কপিল শর্মা ক্যাপশনে লেখেন, ‘বিদায় কিংবদন্তি। আপনার আত্মার শান্তি কামনা করছি। ’ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন উমর শরিফ। তার চিকিৎসার জন্য ৪০ মিলিয়ন টাকার অর্থ সাহায্য ধার্য করা হয়েছিল, যাতে তাকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায়। অল্প বয়সেই কমেডি জগতে যাত্রা শুরু করেছিলেন উমর শরিফ। খ্যাতি এবং অঢেল ভালোবাসাও পেয়েছিলেন দর্শকদের থেকে। ১৯৯২ সালে জাতীয় পুরস্কার দ্বারা ভূষিত হন। পরবর্তীতে পরিচালক, অভিনেতা এবং নানান পরিসরে কাজ করেছেন তিনি। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ‘কিং অব কমেডি’। কমেডিয়ান হওয়ার পাশাপাশি তিনি অভিনেতা, পরিচালক ও প্রযোজকও ছিলেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।