শেরপুর প্রতিনিধি : শেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাহমুদল হাসান সয়াইম (১৪) ও রাউফুন (৯) নামে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (০২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার জঙ্গলদী নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে এবং রাউফুন ঢাকার দক্ষিণখানা এলাকার রফিক মিয়ার মেয়ে।স্থানীয়রা জানায়, সুয়াইম ও রাউফুন কদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে কাউকে কিছু না জানিয়ে ওরা বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না। এক পর্যায়ে তারা দুইজনেই নদীর মাঝখানে চলে যায়। দুইজনকে খোঁজে না পেয়ে অবশেষে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘণ্টাখানেক নদীতে নেমে খোঁজাখুঁজির পর নদীর মাঝ খান থেকে ওই দুইজনের মৃত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, ঘটনা জেনেছি। পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।