গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রেললাইন থেকে রাসেল হাসান (৩২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২ অক্টোবর) জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।রাসেল কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার আব্দুল সামাদের ছেলে। তিনি স্থানীয় এপ্রেক্স কারখানার লাইন সুপার ভাইজার ছিলেন।এসআই মো. শহিদুল্লাহ জানান, শুক্রবার রাতে কালামপুর এলাকায় রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে নিহতের পরিবারকে খবর দেওয়া হলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।এরপর শনিবার পুলিশ নিহতের বাড়ি গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।