যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে বাধা নেই 

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে বাধা নেই 
নি‌উজ ডেস্ক  : ইউরোপীয় ইউনিয়ন জিএসপি প্লাসের অন্যতম শর্ত ৭ দশমিক ৪ শতাংশ ইম্পোর্ট থ্রেশোল্ড থেকে অব্যাহতি দেওয়া বা বিকল্প ফর্মুলা প্রবর্তনের অনুরোধ রাখায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জিএসপি প্লাস সুবিধা পেতে আর কোনো বড় বাধা থাকল না বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।  শনিবার (০২ অক্টোবর)  রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ সভাপতির উত্তর আমেরিকার সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত ২০২৪-২০৩৪ জিএসপি রেগুলেশনে এই ইম্পোর্ট থ্রেডশোল্ড শর্তটি বাদ দিয়েছে। ফলে আমরা যখনই ইবিএ সুবিধা হারাই না কেন জিএসপি প্লাস সুবিধা পেতে আর কোনো বড় বাধা থাকল না।  উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাজারসুবিধা নীতির আলোকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) ইইউতে পণ্য রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার (জিএসপি) সুবিধা পায়। তবে এই জিএসপি হলো অস্ত্র বাদে সব (ইবিএ) পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন