মুহিবুল্লাহ হত্যায় আরও দুই রোহিঙ্গা আটক

মুহিবুল্লাহ হত্যায় আরও দুই রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়ায় রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।শনিবার (২ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।তারা হলেন- আব্দুস সালাম ও মোহম্মদ জিয়াউর।এর আগের দিন শুক্রবার (১ অক্টোবর) কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা শিবির এলাকা থেকে মো. ছলিম (২৭) ওরপে লম্বা ছলিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি ঘর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।তিনি আরও বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে এপিবিএনসহ পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে। এ অভিযান চলমান রয়েছে।প্রসঙ্গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়ায় অবস্থিত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস্ অফিসে একদল অজ্ঞাত পরিচয় অস্ত্রধারী রোহিঙ্গাদের শীর্ষ স্থানীয় নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়।এ ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ একাধিক দেশ ও সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে তারা। ‍

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি