নতুন বাইক পেলেও আর ভাড়া খাটবেন না সেই চালক

নতুন বাইক পেলেও আর ভাড়া খাটবেন না সেই চালক
নিজস্ব প্রতিবেদক  : পুলিশের মামলায় অতিষ্ট হয়ে নিজের বাইকে পোড়ানো সেই রাইড শেয়ারিং চালককে বাইক উপহার দিলেন ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কেরাণীগঞ্জ আটিবাজার এলাকায় চালক শওকত আলী সোহেলের বাসায় গিয়ে নতুন ডিসকভার মোটরসাইকেল উপহার দেন তিনি।পুলিশের মামলার কারণে ক্ষুব্ধ রাজধানীর বাড্ডা লিংক রোডে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ভাড়ায় বাইক চালানো শওকত আলী সোহেল। পরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তাকে একটি বাইক উপহার দেওয়ার কথা ঘোষণা করেন।চালক শওকত আলী সোহেল নতুন মোটরসাইকেল উপহার পেয়ে  জানান, অ্যাপের সিস্টেম যদি না বদলানো হয় ও রেট যদি কমানো না হয়, আর কোনো দিনও পাঠাও চালাবো না। এছাড়া তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সঠিকভাবে আইন প্রয়োগ করা হোক সেটাই তিনি চান।  এক প্রশ্নের জবাবে তিনি জানান, এগুলো যদি সংশোধন না হয় তাহলে মোটরসাইকেলটি ব্যক্তিগত কাজে ব্যবহার করব এবং আগের ব্যবসায় ফিরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাইয়ের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়ে গেলাম। তাই ওনার উপহারটি গ্রহণ করেছি।  এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) সারাদেশে আলোচনায় আসেন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওচালক শওকত আলী। সকাল সারে ৯টার দিকে জনতা ইন্স্যুরেন্সের সামনে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি।  আগের সপ্তাহে ট্রাফিক পুলিশ একটি মামলা দেওয়ার পর, এদিন কাগজপত্র দেখতে চাইলে ক্ষোভ থেকে এ কাজ করেছেন বলে জানান শওকত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে