বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরের কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক তিনটি তক্ষক উদ্ধার করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তক্ষক তিনটির আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পরিচালিত কোস্ট গার্ডের ওই অভিযানে তক্ষক পাচারকারী মো. বাবুল হাওলাদারকে (৫০) আটক করা হয়।কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের বরিশাল স্টেশন পরিচালিত অভিযানে আটক ব্যক্তিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া তক্ষক তিনটি বনে অবমুক্ত করার উদ্দেশ্যে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।