আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির একটি আদালতের ভেতরে দুই পক্ষের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিণী আদালত কক্ষে এ ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র ওরফ গোগীকে দুপুরে দিল্লির রোহিণী আদালতে নিয়ে আসে পুলিশ। ২০৬ নম্বর কোর্টে তার শুনানি চলছি। এ সময় গোগীর বিরোধী গোষ্ঠী টিল্লুর গ্যাংয়ের দুজন সদস্য আইনজীবীর পোশাকে আদালতে প্রবেশ করেন। আদালত কক্ষের কাছে গিয়ে গোগীর ওপর এলোপাথাড়ি গুলি চালায় তারা। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন গোগী। এ সময় পুলিশের পাল্টা পুলিশের হামলাকারীদের দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিও দেখা যায়, একই কক্ষের বাইরে থেকে ভেতরে গুলি ছুড়ছেন পুলিশের এক সদস্য। এ সময় অনেকে দৌড়াদৌড়ি করছেন। ২০২০ সালে গোগীকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডজনখানেক চাঁদাবাজি ছাড়াও ডাকাতি ও গাড়ি চুরির মামলা চলছিল।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।