সিলেট প্রতিনিধি : সিলেট নগরের আম্বরখানা ঘূর্ণি আবাসিক এলাকায় নিজ বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিরুল হক চৌধুরী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।শাহিরুল ওই এলাকার মাহমুদ চৌধুরীর ছেলে। সে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় আইপিএসের লাইন বদলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহিরুল। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।