আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বুধবার বিধ্বস্ত হয় প্লেনটি।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, আন্তনভ এএন-২৬ প্লেন রাশিয়ার পূর্বাঞ্চলে বুধবার বিধ্বস্ত হয়েছিল। রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করা একটি প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক। এটি ৪২ বছরের পুরোনো একটি প্লেন। এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। প্লেনটি উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল।এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই। প্লেনটিতে ছয় জন আরোহী ছিলেন।সূত্র: ইউরো নিউজ
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।