ফিলিস্তিনের স্বাধীনতাই সমাধান: বাইডেন

ফিলিস্তিনের স্বাধীনতাই সমাধান: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাই সমাধান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।বাইডেন বলেন, সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রই হতে পারে ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের পথ।  মঙ্গলবার রাতে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে এভাবেই তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেন।  বাইডেন বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরিই এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।ভাষণে তিনি পরমাণু সমঝোতা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে ১০ হাজার কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি