বিদ্যুৎস্পৃষ্টে চুয়েট কর্মচারীর মৃত্যু 

বিদ্যুৎস্পৃষ্টে চুয়েট কর্মচারীর মৃত্যু 
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক কর্মচারী সবজি আহরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।  তার নাম নারায়ণ কর (৫১)।তিনি রাঙ্গুনিয়ার পোমরা তালুকদার পাড়ার খোকন ডাক্তার বাড়ির মৃত যতীন্দ্র করের ছেলে।  বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিক শেখ রাসেল হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন  বলেন, চুয়েটের শেখ রাসেল হলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন নারায়ণ কর। মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পল্লীবিদ্যুতের খুঁটির পাশে ক্ষেত থেকে সবজি আহরণ করছিলেন নারায়ণ। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি