এবার দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র

এবার দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের জন্য বিশ্বের প্রায় সব দেশের সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে যায় মানুষের যাওয়া-আসা। দীর্ঘ দিন পর সেই অবস্থার পরিবর্তন আসতে শুরু করেছে, সবাই ফিরতে চাইছে কিছুটা স্বাভাবিক জীবনে।তারই ধারাবাহিকতায় এবার ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  ফলে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের যাত্রীরা প্রায় দেড় বছর পর যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন।  নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এ বছরের নভেম্বর থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে। তবে করোনা পরীক্ষা এবং কন্টাক্ট ট্রেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে তাদের।এর আগে কনোরার শুরুতেই ২০২০ সালের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন।  বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মতিতে সোমবার হোয়াইট হাউসের কোভিড-১৯ সমন্বয়ক জেফ জিয়েন্টস নতুন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার ঘোষণা দেন। জেফ জিয়েন্টস বলেন, পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের দুয়ার।  এই নতুন নিয়মে মার্কিন নাগরিক, সেখানকার বাসিন্দা এবং বিশেষ ভিসাধারী বিদেশিরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারে না গিয়েও এনসিপি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে: খায়রুল কবির খোকন