আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন মদদপুষ্ট সরকারকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে তালেবান। নতুন এই সরকারকে স্বাগত জানিয়েছে চীন।বেইজিং বলেছে, তারা কাবুলে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানে ‘তিন সপ্তাহের অরাজকতার’ সমাপ্তিকে স্বাগত জানিয়েছে। দেশটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা আহ্বান জানিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারে যুক্ত হওয়াকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশই তালেবান সরকারের গতিবিধি লক্ষ্য করার পদ্ধতি গ্রহণ করেছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।