১৫ লাখের পর আরও যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা! 

১৫ লাখের পর আরও যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা! 
নিজস্ব প্রতিবেদক  : মায়ের সামনে দিপালী বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় নিহতের স্বামী রকিবুল গাজীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সিআইডি জানায়, প্রায় ছয় বছর আগে নড়াইলে কালিয়া থানা এলাকার বাসিন্দা রকিবুল গাজীর সঙ্গে বিয়ে হয় দিপালী বেগমের।বিয়ের সময় যৌতুক হিসেবে শ্বশুরবাড়ি থেকে ৫ লাখ চাকা নেন রকিবুল। পরবর্তিতে ব্যবসার জন্য আরও ১০ লাখ টাকা নেন। সম্প্রতি আরও ৪ লাখ টাকা চেয়ে পারিবারিক কলহের জেরে শাশুড়ির সামনেই নিজের স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যা করেন রকিবুল।বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালীবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার  মুক্তা ধর।তিনি জানান, ৬ বছর আগে ভিকটিম দিপালীর সঙ্গে রকিবুলের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৫ লাখ টাকা নেয়। কিছুদিন পর আবার ১০ লাখ টাকা দাবি করে, কিন্তু ভিকটিমের পরিবারের তা দিতে অস্বীকার করে। এরপর থেকে ভিকটিমের ওপর নির্যাতনে বাধ্য হয়ে ভিকটিমের মা বসতবাড়ি বিক্রি করে ১০ লাখ টাকা দেন।এই টাকা দিয়ে রকিবুল বাড়ি, ফার্নিচারের দোকান, কাঠের ডিজাইন করার মেশিন কেনেন। এরপর সে আবার ৪ লাখ টাকা দাবি করে স্ত্রীর ওপর পুনরায় নির্যাতন শুরু করে। ভিকটিমের মা বিষয়টি নিষ্পত্তির জন্য মেয়ের বাড়িতে আসেন। এ নিয়ে কলহের জেরে ০২ সেপ্টেম্বর দুপুরে মায়ের সামনে হাতুড়ি দিয়ে দিপালীকে মাথায় আঘাত করলে মাথার খুলি ফেটে মগজ বের হয়ে যায়। আশেপাশের মানুষ চিকিৎসার জন্য পল্লী চিকিৎসককে ডেকে আনলে ভিকটিমকেকে মৃত ঘোষণা করেন।সিআইডির এই কর্মকর্তা বলেন, এই চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তের ধারাবাহিকতায় সাভারের ধামসোনা এলাকা থেকে পলাতক আসামি রকিবুল গাজীকে গ্রেফতার করা হয়। রকিবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন