আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভি। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, তখন ইসরায়েলের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হলো। ‘ওয়াল্লা’ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল আভিভ বলেন, ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে। রাজনীতিবিদরাও এ বিষয়ে একমত। তিনি বলেন, এটি খুবই জটিল কাজ। অনেক বেশি গোয়েন্দা তৎপরতা প্রয়োজন। অভিযান চালানোর সক্ষমতা বাড়াতে হবে। অনেক বেশি অস্ত্র প্রয়োজন হবে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। পুরো মধ্যপ্রাচ্য এই হামলার মূল লক্ষ্য হবে জানিয়ে তিনি বলেন, হামলার লক্ষ্য সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। অভিযান চলবে হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে।