ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। যা গত আড়াই মাসে এই হাসপাতালের সর্বনিম্ন মৃত্যু।তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা তিনি। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ২৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে বর্তমানে নতুন ৭ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন। এছাড়াও সুস্থ হয়ে ৪ জন হাসপাতাল ছেড়ে গেছেন।ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪০৭টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।