আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী কার্যকলাপ চালাতে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসসহ তালেবানকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ি করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে রাইসি বলেন, অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য দায়েশ (আইএস) তৈরি করেছিল যুক্তরাষ্ট্র এবং এখনও তারা এর পৃষ্ঠপোষকতা করছে।এজন্য বিশ্ববাসীর কাছে আমেরিকাকে জবাবদিহি করার দাবি জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের এ ধরনের কাজের তীব্র নিন্দা জানান ইব্রাহিম রাইসি।আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি আরও খারাপ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা গত ২০ বছর ধরে আফগানিস্তান দখল করে রাখা ছাড়া দেশটির জনগণের জন্য কিছুই করেনি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে অভিযানের নামে আগ্রাসন চালানো ছিল চরম ভুল। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফোনালাপে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেন। আফগানিস্তানের বিষয়ে তিনি বলেন, দেশটির মানবাধিকার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতি সম্মান জানাবে ফ্রান্স।