পানশির: মাসুদের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান

পানশির: মাসুদের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকা দখলের লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। দুই পক্ষের অসংখ্য সদস্য হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।এ অবস্থায় উপত্যকার নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমাদ মাসুদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন তালেবান তা নাকচ করে দিয়েছে।তালেবান সোজা বলে দিয়েছে, এখন আর আলোচনার সুযোগ নেই।  উপত্যকায় যুদ্ধ শুরুর আগে শান্তির জন্য আলোচনায় বসতে চেয়েছিল তালেবান। কিন্তু আহমাদ মাসুদ তাতে সাড়া দেননি।  তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, আহমাদ মাসুদ আমাদের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এখন আর আলোচনায় বসার কোনো সুযোগ নেই।রোববার আহমাদ মাসুদ বলেন, তালেবান হামলা বন্ধ করলে আমরাও যুদ্ধ বন্ধ করতে রাজি আছি। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।  তালেবান বলে আসছিল আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন মাসুদ, সামরিক শক্তি প্রয়োগ করে ওই উপত্যকা দখল করা হবে।গত পাঁচদিন ধরে পানশির দখলের লড়াই চালিয়ে যাচ্ছে তালেবানে। রোববার বিকেলে তারা দাবি করে, উপত্যকার প্রায় পুরো অংশ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ