‘তালেবান-আরএসএস এক’, জাভেদের প্রসঙ্গে হুমকি বিজেপির

‘তালেবান-আরএসএস এক’, জাভেদের প্রসঙ্গে হুমকি বিজেপির
বিজেপির ওই মুখপাত্র জানান যে, জাভেদের এ মন্তব্য ভারতজুড়ে আরএসএস সমর্থনকারীদের ভাবাবেগে আঘাত হেনেছে। এ ধরনের মন্তব্য করার আগে ওনার মতো শিল্পীর ভাবা উচিত ছিল। কারণ আরএসএসের আদর্শে অনুপ্রাণিত দলই (বিজেপি) সরকার চালাচ্ছে।
যদি তারা সত্যিই তালেবানদের আদর্শে চলতো তাহলে কী এ ধরনের কোনো মন্তব্য করতে পারতেন জাভেদ আখতার-প্রশ্ন তুলেছেন রাম কদম।  ইতোমধ্যে জাভেদ আখতারের নামে থানায় অভিযোগও জানিয়েছেন ওই বিজেপি নেতা। 
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক চলছে