সুপার মার্কেটে ‘সন্ত্রাসী হামলা’ হয়েছে: জেসিন্ডা

সুপার মার্কেটে ‘সন্ত্রাসী হামলা’ হয়েছে: জেসিন্ডা
নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি সুপারমার্কেটে এক ব্যক্তির ছুরিকাঘাতে ছয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার হামলার ঘটনা ঘটে।পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।আলজাজিরা জানিয়েছে, হামলার ঘটনাকে আইএসের মতো ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।  ঘটনার নিন্দা জানিয়ে জেসিন্ডা বলেন, পুলিশের গুলিতে এক মিনিটের মধ্যে হামলাকারী ওই ব্যক্তি নিহত হয়। হামলাকারী আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন। তিনি জঙ্গি দল আইএসের মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন। হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক। ২০১১ সালে ওই ব্যক্তি নিউজিল্যান্ডে আসেন।  পুলিশ জানিয়েছে, নিউ লিনেন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করেন। পরে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত