গণফোরামসহ চার দল আয়-ব্যয়ের হিসাব দেয়নি

গণফোরামসহ চার দল আয়-ব্যয়ের হিসাব দেয়নি
ঢাকা: রাজনৈতিক দল নিবন্ধণের শর্ত অনুযায়ী প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করার কথা থাকলেও নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে চারটি দল শেষ দিনেও কোনো সাড়া দেয়নি। আর একটি দল আরও এক মাস সময় চেয়েছে।অবশিষ্ট ৩৪টি দল যথাযথ নিয়ম মেনেই ২০২০ পঞ্জিকা বছরের হিসাব দিয়েছে।মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান। নিবন্ধনের শর্ত অনুযায়ী, দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। পরপর কোনো দল তিনবার আয়-ব্যয়ের হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে আইনে।চলতি বছর করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন দলগুলোকে এক মাস সময় দিয়েছিল। এক্ষেত্রে ৩১ আগস্ট ছিল হিসাব জমা দেওয়ার শেষ দিন।যে ৩৪টি দল হিসাব জমা দিয়েছে, সেগুলো হলো- জাকের পাটি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পাটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি-বাংলাদেশ ন্যাপ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পাটি, ইসলামী ঐক্যজোট (আইওজে), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি, খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পাটি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কংগ্রেস, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, গণতন্ত্রী পাটি, বাংলাদেশ জাতীয় পাটি- বিজেপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। হিসাব জমা দেয়নি যে চারটি দল সেগুলো হলো- গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)। আর এক মাস সময় চেয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন