চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে আটক ২

চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে আটক ২
চট্টগ্রাম প্রতিনিধি : নগরের চান্দগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ২ জনকে চাঁদাবাজির অর্থসহ আটক করেছে র‌্যাব-৭।মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন  এ তথ্য জানান।আটককৃতরা হলেন-  মো. আজাদ (৩৫) ও মো. আব্দুলমান্নান (৫৫)।  র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন  জানান, চান্দগাঁও এলাকায় কতিপয় চাঁদাবাজ সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালককে ভয় দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত এ কাজ করছিল। তাদের তল্লাশী করে নগদ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি