স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের জার্সিতে খেলার সময় ও অবসরের পরও বরাবরই বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। এবার সাবেক এই অধিনায়ক অন্যরকম এক মতামত প্রকাশ করলেন।তালেবানের প্রসঙ্গ টেনে তিনি জানান, সম্প্রতি আফগানিস্তানে যারা ক্ষমতায় বসেছে, তারা মানসিকভাবে ‘ইতিবাচক’।সোমবার সাংবাদিকদের আফ্রিদি বলেন, ‘তালেবান খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা কর্মক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছে এবং আমার বিশ্বাস তালেবান ক্রিকেট খুবই পছন্দ করে। ’এর আগে দেশটির আরেক সাবেক অধিনায়ক ও বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েকবারই তালেবানের হয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন, ‘এখানে ৫ লাখ লোক ক্যাম্পে আছে। ওখানে ১ লাখ লোক ক্যাম্পে। তালেবান কোনো সৈন্যবাহিনী নয়, তারা সাধারণ নাগরিক। এই ক্যাম্পে যদি কিছু নাগরিক থাকে, পাকিস্তান কীভাবে তাদের খুঁজবে? আপনি কীভাবে তখন একে আশ্রয়স্থল বলবেন?
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।