প্রিয়াঙ্কা, দীপিকা ও আনুশকার মধ্যে কে বেশি ধনী?

প্রিয়াঙ্কা, দীপিকা ও আনুশকার মধ্যে কে বেশি ধনী?
বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন এবং আনুশকা শর্মা। বলিউডের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ পরিচিত তারা।একাধিকবার ফোর্বসের করা ধনী তারকাদের তালিকায় উঠে এসেছে এই তিন অভিনেত্রীর নাম। কিন্তু প্রিয়াঙ্কা, দীপিকা এবং আনুশকার মধ্যে কে বেশি ধনী? এমন প্রশ্ন অনেকের।  ফিল্মিশিয়াপ্পা ডট কম নামের একটি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জানায়, এই তিন তারকার মধ্যে সম্পদের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছেন দীপিকা। তার মোট সম্পদের পরিমাণ ৩৫১ কোটি টাকা। বলিউডের এই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী তিনি।  দীপিকার পরের অবস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা। নিউজ এবল ডট এশিয়ানেট নিউজের-এর প্রতিবেদন অনুসারে ২২৫ কোটি টাকার সম্পত্তির মালিক এই অভিনেত্রী।  আবার ফিল্মিশিয়াপ্পা ডট কম-এর প্রতিবেদনে জানা যায়, বর্তমানে আনুশকার সম্পত্তির পরিমাণ ২৬৪ কোটি টাকা। অভিনয়ের বাইরে প্রযোজনা করেও আয় করছেন তিনি।  প্রিয়াঙ্কা বলিউডের বাইরে হলিউডেও নিয়মিত অভিনয় করেছেন। বর্তমানে হলিউডের স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এটি পরিচালনা করছেন অ্যাভেঞ্জারস: এন্ড গেম’র নির্মাতা অ্যান্টনি। সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।এছাড়াও রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এর বাইরে বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমাতেও দেখা যাবে তাকে।দীপিকা বর্তমানে ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করছেন সিদ্ধার্থ আনন্দ। একই নির্মাতার ‘ফাইটার’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এ সিনেমায় তিনি প্রথমবার জুটি হতে যাচ্ছেন ঋত্বিক রোশনের সঙ্গে।মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকা অভিনীত কবির খান পরিচালিত ‘এইটি থ্রি’ সিনেমা। এতে স্বামী-স্ত্রীকে একত্রে দেখা যাবে। এটি হতে যাচ্ছে রণবীর-দীপিকা জুটির চতুর্থ সিনেমা।  এদিকে অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে রয়েছেন আনুশকা শর্মা। সবশেষ তাকে ২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমায় দেখা গেছে। চলতি বছরের ১১ জানুয়ারি কন্যাশিশু মা হয়েছেন আনুশকা শর্মা। বর্তমানে ভাই কর্নেশ শর্মার সঙ্গে প্রযোজনার কাজ চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী