আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সন্ত্রাসী হামলার সতর্কতা জারির কয়েক ঘণ্টার মধ্যেই রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটলো।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে বিস্ফোরণের পরপরই ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে একজন শিশু মারা গেছে। আফগানিস্তানের একজন পুলিশ কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। তবে অসমর্থিত সূত্রে এক শিশুসহ দুজনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।গত শনিবার (২৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুল বিমানবন্দরে সম্ভাব্য হামলার শঙ্কার কথা জানিয়েছিলেন। ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এ হামলা হতে পারে, বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী এক বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ অন্তত ১৭০ জনের প্রাণহানি ঘটে। পরে ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্স (আইএসকেপি) হামলার দায় স্বীকার করে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।