রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।রোববার (২৯ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (২৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দু’জন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় একজনের মৃত্যু হয়। মৃত সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে রোগী রয়েছেন।তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। বর্তমানে হাসপাতালের ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ভর্তি আছেন ১৭৬ জন।গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে মোট ৩৭২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ২১ দশমিক ৩১ শতাংশ।  

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দীর্ঘ ৩১ দিন পর কয়লা নিয়ে জাহাজ ভিড়লো মাতারবাড়ীতে, বিদ্যুৎ উৎপাদনে আশার আলো

সীতাকুণ্ডের আবুল খায়ের ষ্টীলের ছিনতাই হওয়া লোহা বোঝাই ট্রাক বায়েজিদ ষ্টীল থেকে উদ্ধার