ভারতে দিনে টিকা পাচ্ছে কোটি লোক! 

ভারতে দিনে টিকা পাচ্ছে কোটি লোক! 
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের সব দেশ গুরুত্ব দিচ্ছে দ্রুত সবার টিকা দিতে। আর এই দৌড়ে এখন বেশ এগিয়ে ক’দিন আগে করোনায় বিপর্যস্ত হওয়া ভারত।সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে।এখন পর্যন্ত দেশটিতে মোট ৬২ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর মাত্র একদিনে ১ কোটি ৬৪ হাজার ৩২টি টিকা দেওয়ার রের্কড হয়েছে।  ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টিকাদান নিয়ে কর্মসূচিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন । শুক্রবার রাতে এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘আজ (শুক্রবার) রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়েছে। ১ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এবং এই টিকাদান কর্মসূচিকে সফল করেছেন, সকলকে অভিনন্দন জানাই। ’ভারতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২৩ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ৩৫৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। ২ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ৮০৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি