বিনোদন ডেস্ক : প্রথমবার মা হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে কলকাতার পার্কস্ট্রিটের একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী।এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে অনেকেই। বাদ যাননি নুসরাতের সাবেক স্বামী নিখিলও। শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অভিনেত্রীরাও।শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমানে মালদ্বীপে রয়েছেন। নুসরাতের বিশেষ দিনে তাকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী।নুসরাতের সবচেয়ে কাছের বান্ধবী মিমি চক্রবর্তী ‘খেলা যখন’ সিনেমার শুটিংয়ের জন্য উড়িশায় রয়েছেন। সুখবর পাওয়ার সঙ্গে সঙ্গে নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে নুসরাতকে জড়িয়ে ধরতে না পারায় আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।এক টুইট বার্তায় মিমি চক্রবর্তী লিখেন, ‘দূর থেকেই ভালোবাসা পাঠালাম মায়ের জন্য। ইচ্ছে থাকলেও আলিঙ্গন করতে পারলাম না। অনেক শুভকামনা। ’এদিকে, রাজনীতি মতাদর্শে অমিল থাকলেও বন্ধুত্বে চির ধরেননি নুসরাত-তনুশ্রীর। নুসরাত অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে একসঙ্গে ঘরোয়া পার্টি করেছেন তারা। সেই ছবিই শেয়ার করে নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেত্রী। শুভেচ্ছার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশও করেছেন তিনি। সায়নী ঘোষও টুইট করে নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে সায়নী লিখেছেন, ‘নুসরাতের জীবনের এ নতুন শুরুর জন্য শুভকামনা। ’ সেইসঙ্গে তিনি আরও লিখেছেন, ‘সমাজে এবং সোশ্যাল মিডিয়ায় যেসব শিরদাঁড়া বিহীন মানুষ রয়েছে, তারা যেন এবার একটু সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করে। ’
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।