আড়াই মাসের মধ্যে খুলনা বিভাগে করোনায় সর্বনিম্ন মৃত্যু

আড়াই মাসের মধ্যে খুলনা বিভাগে করোনায় সর্বনিম্ন মৃত্যু
খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। এ সময় সাতজনের মৃত্যু ও করোনা শনাক্ত হয়েছে ২৯৭ জন।এর আগে গত ১১ জুন বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সর্বশেষ বুধবার (২৫ আগস্ট) খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩০০ জনের।স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ দুইজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। এ ছাড়া নড়াইল, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৮১৭ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৯৭১ জন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের শিবচরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ