বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি উচ্চ বিস্ফোরক মর্টার শেল এবং দুইটি আরএলএ’র গোলা উদ্ধার করেছে রিজিয়নের অধীনস্থ বলিপাড়া জোন (৩৮ বিজিবি)।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি উচ্চ বিস্ফোরক মর্টার শেল এবং দুইটি আরএলএ’র গোলা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সীমান্তবর্তী এলাকা থেকে বম্ব ডিসপোজাল দলের মাধ্যমে তিন্দুমুখের দুর্গম এলাকায় নিস্ক্রিয় করা হয়েছে।বিজিবি আরো জানায়, পার্বত্য জেলা বান্দরবানে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান রিজিয়ন তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।