ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মশিউর রহমানকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. এহছানে এলাহীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়।সোমবার (১৬ আগস্ট) এ পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।অপর আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. নাহিদ রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।