ভারী বৃষ্টি-বন্যা: চীনের ৫ শহরে রেড অ্যালার্ট

ভারী বৃষ্টি-বন্যা: চীনের ৫ শহরে রেড অ্যালার্ট
আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশের পাঁচটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্যায় ইতোমধ্যে সেখানে ২১ জনের মৃত্যু হয়েছে।সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০০০ মানুষকে। মৃতদের বেশিরভাগই সুইঝু লিউলিন টাউনের বাসিন্দা।শুক্রবার (১৩ আগস্ট) চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।পৃথক প্রতিবেদনে গ্লোবাল টাইমস জানায়, সুইঝু কিছু জায়গায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইয়েচেং শহরে বৃষ্টিপাত হয়েছে ৪০০ মিলিমিটার।দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে সুইঝু, জিয়ানজিয়াং এবং শিয়াওগান শহর।অতিরিক্ত বৃষ্টি ও বন্যায় প্রায় ২৭০০-এর বেশি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হুবেইয়ের ৭৭৪টি ও ইয়েচেংয়ের ৪৪টি জলাধার বন্যা সতর্কতার মাত্রা অতিক্রম করেছে। চরম আবহাওয়ায় ৮১১০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এতে মোট ক্ষতির পরিমাণ ১০৮ মিলিয়ন ইউয়ান (১৬.৬৭ মিলিয়ন) বলে জানিয়েছে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী