দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন

দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন
রাজবাড়ী প্রতিনিধি : কঠোর লকডাউ‌ন শে‌ষের প্রথম দি‌নেই ঢাকামু‌খী যাত্রী ও যানবাহ‌নের চাপ বেড়ে‌ছে রাজবাড়ীর দৌলত‌দিয়ায় ঘাটে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রা‌ন্তে নদী পা‌রের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।বুধবার (১১ আগস্ট) সকা‌লে দৌলতদিয়া ঘা‌টের জি‌রো প‌য়েন্ট থে‌কে মহাসড়‌কের প্রায় ৫ কি‌লোমিটার সড়‌কে এ সি‌রিয়াল দেখা যায়। ত‌বে বেলা বাড়ার সঙ্গে স‌ঙ্গে যানবাহ‌নের চাপ আরো বাড়‌বে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।সি‌রিয়া‌লে র‌য়ে‌ছে যাত্রীবা‌হী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ছোট গা‌ড়ি। এর ম‌ধ্যে পণ্যবাহী ট্রা‌কের সংখ্যাই বে‌শি।এ সময় ঘণ্টার পর ঘণ্টা নদী পা‌রের অপেক্ষায় থে‌কে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে চালক ও যাত্রী‌দের। এদিকে যানবাহন, লঞ্চ ও ফে‌রিতে মানা হ‌চ্ছে না কোনো স্বাস্থ্যবি‌ধি।জানা য়ায়, লকডাউন শেষে দ‌ক্ষিণ-প‌শ্চিমাঞ্চ‌লের ২১ জেলার যানবাহন ও বাংলাবাজার-শিমু‌লিয়া নৌরু‌টের অতিরিক্ত যানবাহ‌নের চাপ বে‌ড়ে‌ছে দৌলত‌দিয়ায়। তাছাড়া নদী‌তে তীব্র স্রো‌তে ব্যাহত হ‌চ্ছে ফে‌রি চলাচল।  যাত্রী ও যানবাহ‌ন পারাপা‌রে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে প্র‌য়োজ‌নের তুলতায় কম সংখ্যক ফে‌রি চলাচল করায় নদী পা‌রের জন্য যানবাহ‌নের দীর্ঘ সি‌রিয়াল তৈ‌রি হ‌চ্ছে।  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমা‌নে এ নৌরু‌টে ছোট বড় ১৪টি ফে‌রি চলাচল কর‌ছে। এরু‌টে ফে‌রি বাড়া‌নোর চেষ্টা চল‌ছে ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন