খুলনা বিভাগে করোনায় একদিনে ২৫ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় একদিনে ২৫ জনের মৃত্যু
খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৭৫৭জন।মঙ্গলবার (১০ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে। সোমবার (৯ আগস্ট) খুলনা বিভাগে ২৪ জনের মৃত্যু হয়।স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে ৫ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ জনের করে এবং মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে।খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৩৪ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ