রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদরে বজ্রপাতে মো. মতিন শেখ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।মতিন আলীপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের হযরত শেখের ছেলে। আলীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত হাসান জানান, ধানক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন মতিন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।