১১ আগস্ট থেকে বিধি-নিষেধ শিথিল করে গণপরিবহন, দোকানপাট এবং অফিস খোলার সিদ্ধান্তের কথাও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মন্ত্রীর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে- টিকার সংকট না মিটিয়ে ১১ আগস্ট থেকে মানুষকে বের হলে শাস্তি পেতে হবে কেন? কিন্তু ব্রিফিংয়ের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে নিবৃত করেননি। পরে রাতে এবং সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দ্রুতই ১৮ বছরের ঊর্ধ্বে সব ব্যক্তিকেই ভ্যাকসিনের আওতায় আনা হবে।বিবৃতিতে বলা হয়, ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। এ ধরনের কোন সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া বা নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
এদিকে সকালে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, টিকা না নিয়ে ১৮ বছরের বেশি কেউ রাস্তায় বের হতে পারবে না, গতকালের সভায় এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।