নিজস্ব প্রতিবেদক : চলমান কঠোর বিধিনিষেধে গত রোববার (১ আগস্ট) থেকে খুলে যাওয়া কলকারখানার কর্মীদের কারণে রাজধানীতে ভিড় বাড়ছে। গত তিনদিনের তুলনায় কিছুটা কম হলেও মঙ্গলবার (৩ আগস্ট) থেকে হাজারো মানুষ গাড়িতে এবং হেঁটে ঢাকায় এসেছে।কঠোর বিধিনিষেধের ১২তম দিনে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল আগের দিনগুলোর তুলনায় বেশি ছিল। গণপরিবহন ছাড়া সবধরনের যানবাহনই অনেকটা বিনা বাধায় চলাচল করছে।রাজধানীতে গণপরিবহন ঢুকতে ও চলতে বাধা থাকলেও মাইক্রোবাস, প্রাইভেটকার চলছে বিনা বাধাতেই। দুপুরে রাজধানীর মতিঝিল, পল্টন, কাকরাইল, মালিবাগ এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের সংখ্যা স্বাভাবিক সময়ের মতোই। তবে সংখ্যায় খুবই কম হলেও সিএনজিচালিত অটোরিকশাও চলছে। এছাড়া মোটরসাইকেলতো আছে। এদিকে সড়কের বিভিন্ন স্থানে দেখা যায়নি পুলিশের তল্লাশি ও চেকপোস্ট।গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় চালু হওয়া কলকারখানার কর্মীদের। কিছু প্রতিষ্ঠান কর্মীদের যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়নি। ফলে কর্মীদের অফিসে যেতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।