পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি : চান্দগাঁও থানাধীন রকি কলোনি এলাকায় পুকুরের পানিতে ডুবে বিজয় চন্দ্র রায় (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়  গোপালের দোকানের পাশে পুকুরে স্নান করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।বিজয় চন্দ্র রায় রংপুর জেলার রাজারহাট থানার শিংগার এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। সে বর্ণমালা বিদ্যালয়ের  অষ্টম শ্রেণির ছাত্র।  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক  বলেন, পুকুরে স্নান করতে নেমে পানিতে হঠাৎ ডুবে যায় বিজয়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। সকাল পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি