সাংবাদিক পরিচয়ে বিরিয়ানি খেতে এসে…

সাংবাদিক পরিচয়ে বিরিয়ানি খেতে এসে…
চট্টগ্রাম প্রতিনিধি : ইয়াবা ব্যবসায়ী মো. ইমরান (২৯)। ৯ম শ্রেণি পাশ এই ব্যক্তি হঠাৎ করেই বনে যান সাংবাদিক! দুইটি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে এবং হাতে মোবাইল ক্যামেরা নিয়ে শুক্রবার (৩০ জুলাই) রাতে ঢুকে যান হাজী কাচ্চিঘর হোটেলে।দাবি করেন এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা। অন্যথায় লাইভে হোটেলের ১২টা বাজানোর হুমকি দেন। কৌশলে হোটেল ম্যানেজার পুলিশকে ফোন করেন। এরপর হোটেলে গিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়।  ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন  বলেন, ইমরানের পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত। তার বাবা ডবলমুরিং থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাবুল প্রকাশ ডাইল বাবুল। মামলা আছে ২টি। মা শারমিন আক্তার প্রকাশ ডাইল শারমিন প্রকাশ শামীমা আগ্রাবাদ ডেবার পূর্বপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধেও মামলা আছে ৩টি। ইমরানের বিরুদ্ধে মামলা ২টি। দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামে দুইটি সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাঁটেন তিনি। শুক্রবার রাত সাড়ে ১১টায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে হাজী কাচ্চি ঘর নামের এক    বিরিয়ানি দোকানে যান ইমরান।হোটেল ম্যানেজার মো. শামীম জানান, লকডাউনের জন্য শুধুমাত্র খাবার পার্সেলের  ব্যবস্থা চালু রাখা হয়েছে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু দোকান মেরামতের কিছু কাজ থাকায় সাটার নামিয়ে কিছু কাজ চলছিল। এমন সময় ইমরান এসে  নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিরিয়ানি দিতে বলেন। বিরিয়ানি নেই বললে তিনি বলেন, ‘আমাদেরও যদি না খাওয়ান তাহলে খাওয়াবেন কাকে?’ এরপরও আমরা বিরিয়ানি নেই বললে তিনি ক্ষেপে যান এবং মোবাইল দিয়ে ভিডিও করতে থাকেন। তিনি বলেন, লাইভে এখন এই হোটেলের ১২টা বাজানো হবে। হোটেল কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি এক প্যাকেট বিরিয়ানি ও ১ হাজার টাকা দাবি করেন।তার দাবি পূরণ করার আশ্বাস দিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়। পুলিশ এসে ইমরানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২টি সাংবাদিক পরিচয়পত্র, মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে