উত্তরপ্রদেশে ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় ১৮ শ্রমিকের মৃত্যু  

উত্তরপ্রদেশে ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় ১৮ শ্রমিকের মৃত্যু  
 আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বরাবাঁকিতে সড়ক দুর্ঘটনায় ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৪ জন।দূর্ঘটনার সময় তাদের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মঙ্গলবার রাতে লখনৌ থেকে ২৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ডাবল ডেকার বাসে চড়ে পাঞ্জাবের আম্বালা থেকে বিহারে যাচ্ছিলেন ১৪০ জন শ্রমিক। রাত ১২টা নাগাদ বাসটি খারাপ হয়ে গেলে বাসটির কাছে রাস্তায় সবাই ঘুমিয়ে পড়ে। সেই সময় দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় ১৮ জন শ্রমিক। আহতদের হাসপাতালে নেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন