রিমান্ডে পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেওয়া চালক

রিমান্ডে পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেওয়া চালক

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসচালক নাঈমকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন এ রিমান্ডের আদেশ দেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) নাঈমকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী। শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর থেকে জব্দ করা হয় কালো রঙের ১২ সিটের মাইক্রোবাসটি। এ সময় গ্রেফতার করা হয় মাইক্রোবাসের চালক নাঈমকেও।

মাইক্রোবাসটির মালিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তা মাসিক ভিত্তিতে ভাড়া দিয়েছেন। ঘটনার দিন ওই প্রতিষ্ঠানের নাইট শিফটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গন্তব্যে নামিয়ে দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি