আসাম ও মিজোরাম সংঘর্ষে নিহত ৬ আহত ৬০ জন

আসাম ও মিজোরাম সংঘর্ষে নিহত ৬ আহত ৬০ জন
আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত নিয়ে বিরোধের জেরে ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য আসাম ও মিজোরামের মধ্যে সংঘর্ষে আসামের ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সীমান্তবর্তী শহর বৈরেংতে এ সংঘর্ষের ঘটনায় আসামের আহত হয়েছেন অন্তত ৬০ জন ।সোমবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।  জানা গেছে, সোমবার লায়লাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে আসামের দিকে আসছিলেন আসামেরই সরকারি আধিকারিকরা। তাদের দিকে হঠাৎই ইট, পাথর ছুড়তে শুরু করে স্থানীয় জনতা। সঙ্গে সঙ্গে সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে আসাম সরকার। টুইট করেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও। দু’জনেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন।একদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা লেখেন, অমিত শাহজি, দয়া করে বিষয়টি দেখবেন। এসব এখনই বন্ধ করা দরকার।  অন্যদিকে এভাবে সরকার চালাবেন কী করে এই প্রশ্ন তুলে অমিত শাহ-কে ট্যাগ করে একটি টুইট করেন হিমন্ত বিশ্বশর্মাও। পাশাপাশি তারা দু’জনেই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন।এর আগে জুন মাসেও সীমানা নিয়ে বিবাদে জড়িয়েছিল দুই রাজ্য। সে বারেও তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

মেডিকেল কলেজ বন্ধে সরকারের কোনো সিদ্ধান্ত নেই: অধ্যাপক ডা. নাজমুল হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, উন্মোচিত হলো লোগো