মাত্র ২ মিনিটে পুলিশ হাজির! 

মাত্র ২ মিনিটে পুলিশ হাজির! 
নিউজ ডেস্ক : ইমার্জেন্সি কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই মাত্র ২.৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। আর তাই পুলিশের প্রতি আস্থাও অনেক বেশি মানুষের।যার প্রমাণ গত তিন মাসে ৯৯৯ হটলাইনে ১৭ লাখেরও বেশি ফোন এসেছে।  সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের চৌকস পুলিশ বিভাগের চিত্র এটি। এজন্য পৃথিবীর সেরাদের কাতারে রয়েছে দুবাইয়ের এর পুলিশ।  অত্যন্ত জরুরি যেকোনো পরিস্থিতিতে ঘটনাস্থলে ২ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে পৌঁছানো সত্যিই বিরল ঘটনা। ইর্মাজেন্সি স্পটে পৌঁছানো যেখানে তাদের টার্গেট থাকে ৬ মিনিট, সেখানে তারা পৌঁছে যান মাত্র তিন মিনিটের আগেই। গত তিন মাসে ইমার্জেন্সি কল নম্বর ৯৯৯-এ দুবাই পুলিশ ১১ লক্ষ ৭০ হাজার কল পেয়েছে যার ৯৯.৬ শতাংশ উত্তর ১০ সেকেন্ডের মধ্যে তারা দিয়েছেন।এদিকে আবুধাবী পুলিশ শুধুমাত্র ঈদুল আজহার ছুটিতে ৩৮ হাজার কল রিসিভ করেছেন এবং খুব কম সময়ে ঘটনাস্থলে পৌঁছে গেছেন।দুবাই ও আবুধাবি পুলিশের যানবাহন বহরে আছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও ডিভাইস সমৃদ্ধ বিশ্বের নামি-দামি ব্র্যান্ড আর মডেলের গাড়িসহ নানা যন্ত্রপাতি। আছে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থার ডিভাইস, মোবাইল ও ওয়্যারলেস সিস্টেম।  সব দেশের নাগরিকরাই পুলিশের এমন সেবাই আশা করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ