জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কল্যাণপুর এলাকায় মাঠে মাছ ধরার সময় বজ্রপাতে আসাদুল হক বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে মাঠের জমিতে আসাদুলসহ কয়েকজন জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয় একপর্যায়ে বজ্রপাতে হলে আসাদুলের শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।